বেশ জাকজমকপূর্ণভাবে গতকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্বময় পালিত হল 'ভালবাসা দিবস'। এ সুযোগে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দীর্ঘদিন চেপে রাখা মনের কথাটি মনের মানুষটিকেও জানিয়েছেন অনেকে। আর সেলিব্রেটিরাও এ দিনে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুল করলেন না। বলিউড তারকারা মাইক্রো-ব্লগিং সাইট টুইটার ও ফেসবুকে প্রকাশ করেছেন এ দিবস নিয়ে তাদের অনুভূতির কথা। জানিয়েছেন শুভেচ্ছা। কী লিখলেন তারা ভ্যালেন্টাইন বার্তায়, চলুন দেখে নেওয়া যাক-
প্রীতি জিনতা : সকল বন্ধুদেরকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। আমি শুধু বলতে চাই-ভালোবাসা হৃদয়ের মধ্যে ধরে রাখার জন্য নয়।
মল্লিকা শেরওয়াত : হ্যাপি ভ্যালেন্টাইনস ডে জানানো কি ঠিক নাকি আমাকে আবার গ্রেফতার হতে হবে?
আফতাব শিবদাসানি: আমার ভালোবাসা @nindusanj কে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। তোমার মতো করে ভালোবাসো এবং আশীর্বাদের মধ্যে থাকো।
সোফি চৌধুরী : প্রথমে নিজেকে ভালোবাসো এবং শ্রদ্ধা কর। তারপর আপনি যে ভালোবাসা আশা করেন সেটি খুঁজে বের করুন। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
প্রিয়াঙ্কা চোপড়া : সবার উদ্দেশ্যে বলছি!!!! ভালোবাসার জন্য আপনার কোনো দিনের দরকার নেই। আপনি সব সময় তাদের গতকাল যতটুকু ভালোবাসতেন আজ তার চেয়ে বেশি ভালোবাসবেন। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
বিশাল দাদলানী : শুধু হিন্দু মহাসভাকে ভ্যালেন্টাইন ডে’র শুভেচ্ছা জানাতে চাই। অহ আরও একজনকে। মনিকা বেলুচ্চি, আমি তোমাকে ভালোবাসি!
করণ জোহর : প্রিয় ভালোবাসা,আন্তরিক ভালোবাসা নিও। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
রাজকুমার রাও : পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস ভালোবাসা। সবাইকে ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা। ভালোবাসা,সুখ এবং শান্তি ছড়িয়ে দিন।
আলিয়া ভাট : হ্যাপি ভ্যালেন্টাইনস ডে!!! আপনার ভ্যালেন্টাইনস ডে’র সেলফি @maybellineindia শেয়ার করুন এবং আমার সঙ্গে তাদের প্রচ্ছদের ছবিতে থাকুন।
অনুপম খের : ভালোবাসা জন্মোনোর জন্য সামান্য একটু আশাই যথেষ্ট। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
সিদ্বার্থ মালহোত্রা : হ্যাপি ভ্যালেন্টাইনস ডে সবাইকে রেসপেক্ট এবং ভালোবাসা। এবং সবাইকে ভালোবাসা দিবসে উপহার আমার প্রথম রোমান্টিক থ্রিলার এক ভিলেন। আজ রাত ৮ টায় স্টার গোল্ড ইন্ডিয়াতে।
অর্জুন রামপাল : সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। আপনাদের সবাইকে ভালোবাসি এবং সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি। ধন্যবাদ রয়। ২০১৫ সালের প্রথম দিনে সবচেয়ে বড় আয়ের সিনেমা। আমি খুব খুশি।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ