এবারের ভালবাসার দিনটিকে স্মরণীয় করে রাখলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। তিনি গতকাল শনিবার ভ্যালেন্টাইনের সন্ধ্যায় একা জীবনের অবসান ঘটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শেষবর্ষের ছাত্রী রিফাত আরা রামিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে। রাজধানীর মেরুল বাড্ডাস্থ রবির নিজ বাসায় এ বিয়ে সম্পন্ন হয়।
বিয়েতে বর ও কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন।
মূলত চার বছর আগে হঠাৎ করেই রামিজার সঙ্গে দেখা হয় রবির। তারপরই ভাল লাগা এবং প্রেম। দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। গতকাল সন্ধ্যা ৭টায় তাদের এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিজের বিয়ের ছবি ফেসবুকেও আপলোড করেন রবি চৌধুরী। সেখানে ভক্ত ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছেন এ গায়ককে।
বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রবি চৌধুরী বলেন, আমাদের সম্পর্কের বয়স চার বছর। সবচেয়ে বড় বিষয় হলো- আমাদের দু’জনের মধ্যে বোঝাপড়াটা খুব ভাল। সব মিলিয়ে আমরা যখন মনে করলাম বিয়ের কাজটা সেরে ফেলা ভাল, ঠিক তখনই সিদ্ধান্তটা নিলাম। একটি সুন্দর দিনের অপেক্ষায় ছিলাম। আমরা দু’জনেই তাই ১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবসকে বেছে নিলাম। অনেক ভাল লাগছে। খুব শিগগিরই একটি বড় অনুষ্ঠান আয়োজনের মধ্যে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। তখন সবাইকে জানাবো।
রবি বলেন, আমাদের দু’জনের নতুন জীবন শুরু হলো। দোয়া করবেন সবাই।
রবি চৌধুরীর নববধূ রিফাত আরা রামিজা বলেন, অনুভূতির কথা বলে বোঝাতে পারবো না। সবাই দোয়া করবেন আমাদের জন্য।
উল্লেখ্য, এটি রবি চৌধুরীর তৃতীয় বিয়ে। এর আগে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী এবং এরপর বৃহত্তর চট্টগ্রামের একটি মেয়েকে বিয়ে করেছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ