মানসিকভাবে ভেঙে পড়া মানুষকে বিনামূল্যে পরামর্শ দিয়ে আসছে 'হাল ছেড়ো না বন্ধু' শিরোনামের একটি সংগঠন। নাট্যব্যক্তিত্ব চন্দা মাহজাবীন তার এ সংগঠনটি নিয়ে কাজ শুরু করেছেন ২০১৩ সালের অক্টোবর থেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'কোনো না কোনো অসংলগ্ন ব্যাপার বা বৈষম্যমূলক আচরণ থেকে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি অনেকে। হতাশা, বিষণ্নতা ছেয়ে থাকে তাদের মাঝে। দৈনন্দিন কোনো কিছুতেই আর আনন্দ খুঁজে পায় না তারা। এ ধরনের মানুষের পাশে দাঁড়াতেই 'হাল ছেড়ো না বন্ধু'র প্রতিষ্ঠা। এসব মানুষকে বিনামূল্যে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে সংগঠনটি। মানসিক যে কোনো সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শের জন্য ফোন করতে পারেন ০১৯২২৪৭৭৭৪২, ০১৬২০২২০৭৪৭। শুক্রবার ছাড়া প্রতিদিন ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।