বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনের কণ্ঠ এবার ভ্রুণহত্যা ও শিশুমৃত্যুর বিরুদ্ধে উচ্চারিত হবে। অন্ধ্রপ্রদেশ সরকারের উদ্যোগে ভ্রূণহত্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে।
প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে একটি চিত্রনাট্যও তৈরি হয়ে আছে। এখন বিগ বি'র সময়ের অপেক্ষা। তিনি সময় দিলেই ক্যাম্পেনের ভিডিও শুট করা হবে। এর আগে পোলিওর বিরুদ্ধে সচেতনতা প্রসারের ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে। বিগ বিকে দিয়ে ভিডিও শুটের পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের কারণ খতিয়ে দেখা থেকে শুরু করে সাংবাদিকদের হেলথ কার্ড দেওয়া, হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া ইত্যাদি। তবে সবচেয়ে বড় কাজ হচ্ছে ভ্রূণহত্যার বিরুদ্ধে এই ভিডিও তৈরি করে রাজ্যে সম্প্রচার। বিগ বি'র ব্যাপক জনপ্রিয়তায় এতে অনেকটাই রাশ টানা যাবে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল। কলকাতা২৪x৭।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।