এ বছর ভালোবাসা দিবসটা একটু ভিন্নভাবেই উদযাপন করেছেন বলিউড অভিনেতা সালমান খান। কোনো নামকরা মডেল কিংবা অভিনেত্রী নয়, এক তরুণীর সঙ্গে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপন করেছেন তিনি। ভালোবাসা দিবস উপলক্ষ্যে ওই তরুণীর কাছ থেকে তিনি স্রেফ গোলাপই উপহার পাননি, বাড়তি কিছু মানে চুমুও পেয়েছেন! খবর ইন্ডিয়া টুডে'র
এ বছর ভালোবাসা দিবসে দারুণ কিছু উপহার পেয়েছেন সালমান। ওই রহস্যময়ী তরুণীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্তও কাটিয়েছেন বলিউডের কাঙ্ক্ষিত এই ব্যাচেলর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ওই তরুণী সালমানকে শুধু গোলাপ ফুলই উপহার দেননি, ভালোবেসে সালমানের গালে আলতো করে চুমুও দিয়েছেন। আর এ দৃশ্য ক্যামেরাবন্দীও করা হয়।
ছবি দুটি প্রকাশিত হওয়ার পরপরই অনলাইনে হৈচৈ পরে যায়। অবশ্য জানা গেছে, আসলে ওই তরুণীর প্রেমে পড়েননি সালমান। সে সালমানের স্রেফ একজন পাগল ভক্ত। ‘বজরঙ্গী ভাইজান’ অনুষ্ঠানের সৌজন্যে ওই নারী ভক্ত সালমানের সঙ্গে ভালোবাসা দিবস উদযাপনের সুযোগ পেয়েছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ