বলিউডে প্রত্যেক অভিনেত্রীর স্বপ্ন থাকে কিং খান শাহরুখ খানের বিপরীতে অভিনয়ে। কিন্তু অনেক অভিনত্রীর সে প্রত্যাশা পূরণ হয়না। তবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সে রকম আশা যদি থেকে থাকে তবে তা পূরণ হতে চলেছে। তবে কিং খানের নায়িকা হিসেব নয়। ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে তিনি অভিনয় করবেন।
জানা গেছে, রোহিত শেঠির পরের ছবিতে শাহরুখের সঙ্গে থাকবেন বরুণ ধাওয়ান। আর এ ছবিতে কিং খানের ভাই হয়েছেন বরুণ। ঠিক ছিল বরুণের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন কীর্তি স্যানন। কিন্তু বলিপাড়ার খবর, শেষমেশ সে চরিত্র গেল আলিয়ার দখলে।
কিছুদিন আগেই আলিয়া ইঙ্গিত দিয়েছিলেন এ ছবিতে তিনি কাজ করতে পারেন। পরিচালকের তো বটেই, স্বয়ং কিং খানেরও পছন্দ ছিল আলিয়াকে। পরিচালক জানিয়েছিলেন, আলিয়া ডেট দিতে পারলে কীর্তির আগে থাকবে তারই জায়গা। গ্রিন সিগন্যাল মিলতেই কীর্তির জায়গায় নিজেকে নিয়ে যেতে কসুর করেননি আলিয়া।
বরুণ ধাওয়ানের সঙ্গে দুটো ছবিতে কাজ করেছেন আলিয়া। তবে শাহরুখের সঙ্গে এই প্রথমবার কাজ করবেন তিনি। ছবিতে শাহরুখের নায়িকা কে হবেন, তা অবশ্য এখনও ঠিক হয়নি। ছবির নাম এখনও অবধি পরিচালক ভেবে রেখেছেন ‘দিলওয়ালে’।
শাহরুখের ছবিতে আলিয়ার অভিষেকের খবর অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। তবে বলিমহলের মতে, আলিয়া ছবির জন্য ডেট বের করতে পারলেই, কিং খানের সঙ্গে এক ছবিতে অভিনয় তার পাকা।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব