সচরাচর প্রেম নিয়ে তারকাদের মুখে সবসময় কুলুপ আঁটতে দেখা যায়। তারপরও আগুন তো আর ছাই দিয়ে চেপে রাখা যায় না। ফুলকি ছিটকে আসেই। 'পিকে' সুন্দরী আনুশকাও তাই কথায় কথায় বলে দিলেন, 'তার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, আর আমি সম্পর্কটাকে শ্রদ্ধা করি।' এই 'তিনি'টা আর কেউ নন, ভারতীয় দলের রান মেশিন বিরাট কোহলি। কিন্তু বিরাটকে নিয়ে কাউকে কিছু না জানালেও একটি সাক্ষাৎকারে তিনি বললেন, 'আমি এ নিয়ে খুব একটা কথা বলি না। কারণ আমি জানি না ঠিক কোথায় সীমারেখা টানতে হবে। আর জানি, আমি কী করছি না করছি। এসব নিয়ে বলতে চাই না, কারণ এতে করে কাজ থেকে দূরে চলে যেতে হয়।'
এদিকে প্রথম ম্যাচেই ভারত পাকিস্তানকে হারানোয় দারুণ খুশি আনুশকা। তার থেকেও তিনি বেশি খুশি বিরাট কোহলি সেঞ্চুরি করায়। একটি সূত্র জানিয়েছে, কোহলি সেঞ্চুরি করায় আনুশকা পার্টিও দিয়েছিলেন। কাছের বন্ধুদের পেট ভরে খাইয়েছেন। প্রেমিকের সাফল্যে প্রেমিকার এমন সাফল্য স্বাভাবিক।
প্রেমময় জীবনের বাইরে আনুশকা মহাব্যস্ত। কারণ হাত ভর্তি এখন সিনেমা। 'বম্বে ভেলভেট', 'দিল ধাড়াকনে দো', 'এনএইচ-১০'; এতসবের বাইরে খেলা দেখার জন্য সময়টা কিন্তু ঠিকই বের করে নিচ্ছেন তিনি। পাশাপাশি কোহলিকেও অনুপ্রেরণা জোগাচ্ছেন।