রবিন জামান খানের ছোটগল্প 'সুইসাইড' অবলম্বনে 'বিভ্রম' শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী অন্তু করিম। নাটকটি পরিচালনা করেছেন কাজী আসাদ। এতে আরও অভিনয় করেছেন হাসিন রওশন, একে আজাদ সেতু, ইব্রাহিম সানি, হেভেন খান ও শতাব্দী ওয়াদুদ। নাটকটি প্রচার হবে শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মাছরাঙা টিভিতে। অন্তু করিম বলেন, অনেক দিন পর ভালো একটা গল্পের নাটকে অভিনয় করলাম। দর্শকরা সব সময় আমাকে একটু ভিন্ন রূপে দেখতে চান। আমার বিশ্বাস এ নাটকটি তাদের আশা পূরণ হবে।