প্রায় ছয় মাস পর অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। মাতৃত্বজনিত কারণে এত দিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্প এবং তারই নাট্যরূপে হিমেল ইসহাকের পরিচালনায় একুশের বিশেষ নাটক 'ফিরে দেখা' নিয়ে টিভি পর্দায় ফিরছেন তিনি। এ নাটকের মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ এবং ফারজানা ছবি। নাটকটি একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে। ছবি বলেন, 'অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলাম আমার ছেলের কারণে। এখন ও একটু বড় হয়েছে। আর মনে মনে ছিল ভালো একটি কাজের মধ্য দিয়ে অভিনয়ে ফিরব। আমার আশা পূর্ণ হয়েছে। নাটকটি অনেক ভালো হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।' ফারাজানা ছবি এখন থেকে নিয়মিত অভিনয় করবেন। তবে গুণগতমান দেখে।
এতে পরিবারকে সময় দেওয়ার সুযোগ বেশি।