অবৈধ অস্ত্র রাখার অপরাধে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এখন পুনের ইয়ারওড়া কারাগারে সাজাভোগ করছেন। পরিবার-পরিজন থেকে শুরু করে ভক্তরা তার ফেরার অপেক্ষায় রয়েছেন। তবে তাদের জন্য দুঃসংবাদ হলো ৫৩ বছর বয়সী মুন্না ভাই খ্যাত এই অভিনেতার সাজার মেয়াদ আরও ৪ দিন বাড়ানো হয়েছে।
বুধবার মহারাষ্ট্র মিনিষ্ট্রি অব স্টেট ফর হোম রাম সিন্ধে সঞ্জয়ের সাজার মেয়াদ বাড়ার কথা জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, সঞ্জয় প্যারোলে মুক্ত থাকা অবস্থায় জেলের বাইরে চারদিন বেশি সময় কাটিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার দায়ে ৫ বছরের কারাদণ্ড দেন ভারতের একটি আদালত।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব