সবাই যখন নগ্নতায় নাম লিখিয়ে আলোচনায় আসছেন সেখানে সেলেনাই বা বসে থাকবেন কেন? তাই লেখাবো না লেখাবো না করেও শেষ পর্যন্ত নগ্নতার খাতায় নাম লিখিয়েই ফেললেন এ তারকা গায়িকা-অভিনেত্রী। V Magazine-এর সর্বশেষ প্রকাশিত সংখ্যায় টপলেস অবস্থায় বিভিন্ন ছবিতে দেখা গেল হলিউডের এই কিউট গার্লকে। 'ভি ম্যাগাজিন'-এর কভার পেজে সেলেনা গোমেজকে কোকড়ানো চুলে, শুধুমাত্র শর্টসে দেখা যায়।
ম্যাগাজিনের ভিতরের পাতায় কোনো ছবিতে বিকিনি, কোনোটাতে 'কাউগার্ল হ্যাটে' দেখা গেছে ২২ বছরের এই মার্কিন গায়িকা-অভিনেত্রীকে। এই ম্যাগাজিনে নিজের খোলামেলা ছবির পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নানা কথা জানিয়েছেন সেলেনা। তবে এই ম্যাগাজিন বাজারে আসাতে ক’দিন সময় লাগবে। দাম করা হয়েছে ৫০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার টাকা)।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ