‘যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবছায়া জানলার কাচ…’ দু’পাশে মির্চি মোড়া রেড কার্পেটে দাঁড়িয়ে যিনি সুরের পাখিকে উড়িয়ে দিলেন তিনি না পেশায় গায়িকা, না জন্মসূত্রে বাঙালি। তবে বাংলা গান যে তিনি ভালোবাসেন, তা বলার অপেক্ষা রাখে না। মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের সন্ধে সাক্ষি থাকল এই বাংলা গানের টানে ভাসা অন্য বিদ্যা বালানের।
এমনিতে বলিউড থেকে যে সেলিব্রিটিই আসুন, তারা কলকাতাকে খুশি করে মিষ্টি দই আর রসগোল্লাকে প্রশংসায় ভরিয়ে দেন। তাতে তাদের জিভে জল না আসলেও বাঙালির মন গলে জল হয়ে যায়। কিন্তু বিদ্যার তা দরকার হয় না। আসলে বাংলা ভাষা এবং কলকাতার সঙ্গে তার যোগাযোগের ‘কহানি’টাই যে অন্যরকম।
চতুর্থ মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের রেড কার্পেটে দাঁড়িয়ে এক নিমেষে বিদ্যা পাড়ি দিলেন কেরিয়ারের শুরুর দিনগুলোয়। বললেন, ‘বাংলা ছবি ‘ভালো থেকো’ দিয়ে কেরিয়ার শুরু করেছি। কলকাতায় মিউজিক ভিডিও শুট করেছি। তারপর, ‘পরিণীতা’ ‘ভুলভুলাইয়া’য় বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমি মন থেকে বাঙালি।’
কলকাতার ইউএসপিও তার কাছে বাকি সবার থেকে আলাদা। শহরের মানুষের ভালোবাসা থেকে সংস্কৃতি এবং সংগীতের কথা তো জানালেনই, কিন্তু কলকাতার শিরা উপশিরার স্পন্দনও তিনি ধরতে পারেন ঠিকঠাকই। বললেন, ‘কলকাতা একইসঙ্গে প্রগ্রেসিভ আবার তার সঙ্গে একটা ওল্ড চার্মও আছে।’ এই শহরেই তাই ‘বিদ্যা বাগচি’ হয়ে বারবার ফিরে আসতে মন চায় তার।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ