অনেক দিন ধরে প্রিয়াঙ্কাকে নিয়ে কোনো আলোচনা নেই শোবিজ ভুবনে। সম্প্রতি তাকে নিয়ে একটি খবরে শোবিজে আলোচনার ঝড় উঠেছে। আর খবরটি হলো- মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের 'বক্সিং'-কন্যা প্রিয়াঙ্কা চোপড়া? খবরটি পড়ে অনেকেই চমকে উঠতে পারে। কিন্তু বিষয়টি হচ্ছে সিনেমা-সংক্রান্ত একটি ম্যাগাজিনের কাভার পেজে যা দেখা যাচ্ছে তাতেই প্রিয়াঙ্কার মা হওয়ার গুজব জোরালো হয়েছে। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গ্ল্যামার ম্যাগাজিন ফিল্ম ফেয়ারের আগামী সংখ্যার কাভার পেজে প্রিয়াঙ্কার ছবি দিয়ে তার এক তরফা প্রেম ও চলতি বছরই মা হওয়ার ব্যাপারে কথাবার্তা সম্পর্কে বলা হয়েছে। কাভার পেজের কাভার লাইন পড়ে অনুমান করা যায়, প্রিয়াঙ্কা হয়তো সন্তানের জন্ম দিতে চলেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কারণ ম্যাগাজিনটি এখনো প্রকাশ হয়নি। ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যা প্রকাশিত হলেই বিষয়টি স্পষ্ট হবে। তবে বিষয়টি নিয়ে ভারতের কয়েকটি গণমাধ্যম প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ সম্পর্কে কিছু বলতে রাজি হননি।