জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুলের মা শামসুন্নাহার আর নেই (ইন্না লিল্লাহি…)। শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে টুটুলের ঢাকার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত সমস্যায় তিনি ভুগছিলেন।
শুক্রবার (আজ) বাদ আছর কুষ্টিয়ার নিজ বাড়িতে তার দাফন হয় বলে জানা গেছে।
এস আই টুটুল বলেন,'মা অসুস্থ ছিলেন। কিছুটা সুস্থ হলেই তিনি কুষ্টিয়ায় ফিরে যেতে চাইতেন। ঢাকার এ খাঁচাবন্দি জীবনে তিনি মানিয়ে নিতে পারতেন না। বারবার গ্রামে আসতে চেয়েছিলন। মাকে সুস্থ অবস্থায় গ্রামে আনতে পারলাম না। আমার ভাই চট্টগ্রামে থাকে। সে ফিরলেই দাফন সম্পন্ন হবে। মায়ের জন্য সবার কাছে দোয়া চাই।’
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৫/এস আহমেদ