বিরাট কোহলির সেমিফাইনালে বিপর্যয়ের জন্য তার প্রেমিকা আনুশকা শর্মাকে দায়ি করছে ভারতের ক্রিকেটভক্তরা। তাকে কটাক্ষ করে ফেসবুক ও ট্যুইটারে সমালোচনার ঝড় উঠে যাচ্ছে। আনুশকার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বিরাটের পারফরম্যান্সের জন্য আনুশকা কীভাবে দায়ি হতে পারেন? এটাই এখন প্রশ্ন সেলিবদের। ‘এনএইচ-টেন’-এর ‘মীরা’র পাশেই দাঁড়িয়েছে গোটা বলিউড। এমনকি, দেশের এক নম্বর টেনিস তারকা সানিয়া মির্জাও র্যাকেট ধরেছেন আনুশকার হয়ে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৫/এস আহমেদ