ফেরদৌস ওয়াহিদ এবং হাবিব ওয়াহিদ সম্পর্কে পিতা-পুত্র হলেও একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু। সব বিষয়েই দুজন শেয়ার করেন। একই সঙ্গে দুজন সংগীত সারথীও। একসঙ্গে সংগীত করছেন তারা। ছেলে কোথাও ভুল করলে বাবা ধরিয়ে দিচ্ছেন, আবার বাবার কোনো বিষয় ভালো না লাগলে ছেলেও তা সরাসরি বলছেন। হাবিব বর্তমানে সংগীত নিয়েই ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততা কোনো অ্যালবামকে ঘিরে নয়। তিনি কোনো অ্যালবাম করছেন না। সময়ের চাহিদাকে বিবেচনা করে তিনি এখন মিউজিক ভিডিও নির্মাণকে প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন। কারণ হাবিব মনে করেন গান এখন শুধু শোনারই বিষয় নয়, দেখারও বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাবিব বলেন, 'মানুষের হাতে হাতে এখন মোবাইল-ইন্টারনেট। চাইলেই মানুষ এখন ইউটিউবে গিয়ে তার প্রিয় গানগুলো দেখতে পারেন। তাই আমি এখন মিউজিক ভিডিও নির্মাণকেই প্রাধান্য দেব। বছর শেষে দেখা যাবে, ভালো পাঁচ/ছয়টি মিউজিক ভিডিও হয়ে গেছে। এটা একটি অ্যালবামের চেয়ে কোনো অংশে কম নয়।'
এদিকে ২৬ মার্চ ফেরদৌস ওয়াহিদ তার জন্মদিনে তার 'রেডিও ওয়াহিদ'র এক বছর পূর্তি অনুষ্ঠান করেন। ওই দিনই তিনি ইউটিউবে 'ফেরদৌস ওয়াহিদ উইথ ট্যালেন্টস' ভিডিও চ্যানেলটি উদ্বোধন করেন। এই চ্যানেলে এখন থেকে ফেরদৌস ওয়াহিদ ও হাবিবের নতুন নতুন মিউজিক ভিডিও থাকার পাশাপাশি নতুন নতুন সংগীত শিল্পীদেরও গান থাকবে। এ ছাড়া তার নির্দেশনায় নির্মিত 'দুর্ধর্ষ অভিযান' চলচ্চিত্রের বিশ ভাগ কাজ শেষ করেছেন তিনি। এতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করছেন।
হাবিব এরই মধ্যে প্লে-ব্যাক করেছেন মুশফিকুর রহমান গুলজারের 'মন জানে না মনের ঠিকানা', এস এ হক অলিকের 'এক পৃথিবী প্রেম' ও শিহাব শাহীনের 'ছুঁয়ে দিলে মন' চলচ্চিত্রের।