চার থেকে পাঁচ মিনিটের গানই সাধারণত চলচ্চিত্রে ব্যবহার হয়। কিন্তু নির্মাতা সুরাজ বারজাতিয়া তার নতুন ছবি 'প্রেম রাতান ধান পায়ো'তে ১৩ মিনিট দৈর্ঘ্যর একটি গান তৈরি করেছেন। এটিই হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে লম্বা গান। আর গানটিতে পারফর্ম করবেন সোনম কাপুর। সঙ্গে থাকবেন সালমান খান।
নাম না জানা এ গানের রচয়িতা হিমেশ রেশামিয়া। গানটিতে দেখানো হবে একটি বিয়ের আসর। ছবিটি নির্মিত হচ্ছে রোমান্টিক গল্প নিয়ে। সোনম কাপুরের রোমান্টিক ইমেজ আছে। কিন্তু সালমান বর্তমানে অ্যাকশন হিরো বলেই পরিচিত। দীর্ঘদিন পর তাকে রোমান্টিক ইমেজে দেখা যাবে।