'যত দোষ, নন্দ ঘোষ।' হেরেছে ভারত, দোষ পড়েছে আনুশকার ঘাঁড়ে। এক রানে আউট হয়েছে বিরাট কোহলি আর কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে তার প্রেমিকা আনুশকা শর্মার। শেষ পর্যন্ত আনুশকার জন্মস্থান ব্যাঙ্গালুরের বাড়িতে ডিম পর্যন্ত ছুঁড়ে মেরেছে ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে ভারত। এতে যারপরনাই খুশি আনুশকা। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির খেলা দেখতে উড়ে যান আনুশকা। কিন্তু কে জানত এক রান করেই সাজঘরে ফিরবেন কোহলি? এটা হয়তো ভাবেননি আনুশকা শর্মাও। তাহলে অতগুলো টাকা খরচ করে সিডনিতে যাবেনই বা কেন?
কিন্তু ভারতীয় সমর্থকরা মনে করছেন, এ হারের জন্য আনুশকাই দায়ী। আনুশকা গ্যালারিতে না থাকলে কোহলি একাই হয়ত দু-একটা সেঞ্চুরি করে দলকে জিতিয়ে দিত। সে গ্যালারিতে থাকায় কোহলির মনটা ছিল উড়ু উড়ু। তাই যত ক্ষোভ গিয়ে পড়েছে বলিউডের এ নায়িকার ওপর। তার কুশপুত্তলিকা দাহ থেকে শুরু করে জন্মস্থান ব্যাঙ্গালুরের বাড়িতে ডিম পর্যন্ত ছুঁড়ে মেরেছে ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
এমনটাই নিশ্চিত করছে ভারতীয় গণমাধ্যম আর প্লাস ও জি নিউজ।
এদিকে, সেমিফাইনালের মতো ম্যাচে বিরাটের ব্যাট থেকে বড় রানই প্রত্যাশা করেছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু সবাইকে হতাশ করেছেন তিনি। ভারতকেও প্রায় খাদের কিনারায় ঠেলে দিয়ে যান।
এমনকি ধোনির রানআউটের সঙ্গে সঙ্গে ভারতীয়রা বুঝতে পেরেছিলেন যে টিম ইন্ডিয়া হেরে যাচ্ছে। তাদের বোধগম্য হয়েছিল যে অসম লড়াইয়ে ভারতের হার শুধু সময়ের অপেক্ষা মাত্র। আর তখন থেকেই ভক্তরা সব রাগ ঝাড়ল আনুশকার ওপর!
টুইটার-ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ধুয়ে ছেড়েছে বলিউড অভিনেত্রীকে। অনেকেই ঠাট্টা করেছেন। কেউ বা ক্ষোভ ঝেড়েছেন। কেউ কেউ আবার কোহলির বাজে পারফরম্যান্সের জন্য সরাসরি দায়ী করে বসেছেন আনুশকাকেই!
ভারতীয় নাগরিক কামাল আর খান তো পরামর্শই দিয়েছেন এভাবে, 'কোহলি নয়, সবাই গিয়ে আনুশকার বাড়িতে ঢিল ছোঁড়ো। তার জন্যই কোহলি এক রান করেছে! তাই ভারতও হেরেছে!'
তবে পুরো বলিউড এসময় দাঁড়িয়েছে আনুশকার পাশে। তারা ভক্তদের এমন আচরণকে অবিবেচক, অশোভন এবং পাগলামি বলে মন্তব্য করেছেন।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৫/ এস আহমেদ