লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে এবার উন্মোচিত হলো বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মোমের মূর্তি। সপ্তম বলিউড তারকা হিসেবে জাদুঘরটিতে স্থান পেলেন ৩১ বছর ব্রিটিশ-ভারতীয় ক্যাটরিনা। এই অভিনেত্রী নিজেই তার মোমের মূর্তি উন্মোচন করেন। জাদুঘরটিতে বলিউড তারকাদের উপস্থিতির ১৫ বছর পূর্তির উদযাপনের অংশ হিসেবেই সেখানে ক্যাটরিনার র্মূতিটি স্থাপিত হলো। খবর দ্য হিন্দু
নিজের মোমের মূর্তির মুখোমুখি হয়ে বেশ বিমোহিত হন ক্যাটরিনা। তিনি বলেন, 'খুবই চমৎকার যে মূর্তিটি সত্যিই দেখতে আমার মতো।'
উল্লেখ্য, বলিউড তারকা হিসেবে মাদাম তুসোর প্রথম মোমের মূর্তিটি মেগাতারকা অমিতাভ বচ্চনের। ২০০০ সালে অমিতাভের মোমের মূর্তিটি সেখানে উন্মোচিত হয়। এরপর ২০০৪ সালে ঐশ্বরিয়ার, ২০০৭ সালে শাহরুখ খানের, ২০০৮ সালে সালমান খানের, ২০১১ সালে হৃত্বিক রোশনের ও ২০১২ সালে অভিনেত্রী মাদুরী দীক্ষিতের মোমের মূর্তি সেখানে উন্মোচিত হয়।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ২০১৫/শরীফ