বলিউড তারকা আমির খানের ভক্তের দেখা পাওয়া যায় সবখানেই। দেশে-বিদেশে যেখানেই আমিরের ছবি মুক্তি পায় ভক্তের ঢল নামে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিসম-২, রাগিনি এমএমএস-২ খ্যাত সানি লিওন জানিয়েছেন, তিনি আমির খানের বিরাট ভক্ত। আমিরের অভিনীত সব ছবিই তিনি দেখেছেন। এমনকি ছবিতে আমিরকে কাঁদতে দেখলে তিনিও চোখের পানি ধরে রাখতে পারেন না।
সানি আরও জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি বলিউডের ছবি ভালোবাসেন। তবে কখনও এখানে এসে কাজ করবেন তা স্বপ্নেও ভাবেননি।
আগামী ১০ এপ্রিল সানি লিওন অভিনীত চলচ্চিত্র 'এক পহেলি লীলা' মুক্তি পাবার কথা রয়েছে। আর আমির খান বর্তমানে 'দঙ্গল' ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৫/ রশিদা