বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে ভারত, খড়গ গিয়ে পড়েছে আনুশকা শর্মার ঘাঁড়ে। ভারতের প্রতিভাবান ক্রিকেটার বিরাট কোহলি সেমিফাইনালে এক রানে আউট হওয়ায়, গ্যালারিতে তার প্রেমিকা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার উপস্থিতিকে ‘অপয়া’ অ্যাখা দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ছেয়ে গেছে নানা অশালীন মন্তব্য ও ছবিতে।
আনুশকা অবশ্য এগুলো নিরবে সইছেন। তবে সহ্য করেনি তার সিনেমা ‘এনএইচ ১০’-এর প্রযোজনা সংস্থা।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি ভিডিও তৈরি করা হয়েছে। যেখানে আনুশকাকে কটুক্তি করা অনলাইন পোস্টের বেশ কিছু ছবি রাখা হয়েছে। আর সে সবের উত্তর হিসেবে ব্যবহার করা হয়েছে একটি সংলাপ।
‘এনএইচ১০’ সিনেমার দৃশ্যে পঞ্চায়েতের অত্যাচারের বিরুদ্ধে সে সংলাপে আনুশকা শর্মা চিৎকার করে বলেছিলেন ‘ফাক ইউ’। সেটিই ভিডিওতে জবাব হিসেবে ব্যবহার করা হয়েছে!
এ ছাড়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আনুশকার সমর্থনে বিশেষ আন্দোলনও শুরু করা হয়েছে। যার মূল কথা, ১১ জন পুরুষ যে কাজ করতে পারেননি, তার জন্য একটা মেয়েকে দায়ী করা কেন? সেই হেনস্থার বিরুদ্ধেই সব সচেতন নাগরিককে এক করতেই এই আন্দোলন।
দেখুন: আনুশকার পক্ষ নিয়ে প্রযোজনা সংস্থার প্রতিবাদের ভিডিওটি: https://www.youtube.com/watch?v=K6WJQzJb-nw#t=11
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৫/ এস আহমেদ