ভারতের জয় দেখার বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও ক্রিকেটার বিরাট কোহলির প্রেমিকা আনুশকা শর্মা। কিন্তু বিশ্বকাপের ওই ম্যাচে এক রানেই কোহলি আউট হওয়ার দায় এসে পড়ে আনুশকার ওপরে। এরপর সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে বিরাট-অানুশকার নিন্দুকেরা। এরই মধ্যে আনুশকার বিয়ের খবর চলে এল বাজারে। ভাবছেন তাহলে কী সিডনিতেই বিরাটের সঙ্গে চুপিচুপি বিয়েটা সেরে ফেললেন? ‘ ব্যান্ড বাজা বারাত’-এর নায়িকা। উত্তরটা না।
সম্প্রতি একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনে অানুশকাকে কনের সাজেই দেখা যাবে। ‘কুইন’ ছবির জন্য সম্প্রতি জাতীয় পুরষ্কার পেয়েছেন পরিচালক বিকাস বেহেলে। তারই নতুন বিজ্ঞাপনে হলুদ লেহেঙ্গায় দেখা যাবে বিরাট প্রেমিকাকে।
নির্মাতাদের দাবি, কনের সাজে আনুশকার দিকে তাকালে চোখ ফেরানো যাবে না। অানুশকা বলছেন, ‘বিয়ে ব্যাপারটা আমার কাছে খুব প্রিয়। বিয়ের কটা দিন পরিবারকে আরও কাছে পাওয়া যায়। এই আনন্দের কোন তুলনা হয় না।’
আনুশকার কথাতে কিন্তু অন্যরকম ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। তাহলে সত্যিই কী তিনি তাড়াতাড়ি বিরাটের সঙ্গে ছাদনাতলায় বসতে চলেছেন? উত্তরের অপেক্ষায় দিন গুনছেন বিরাট-আনুশকা ভক্তরা।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৫/মাহবুব