রাজনৈতিক অস্থিরতাসহ নানাবিধ কারণে ছবি মুক্তির সংখ্যা কমে গেছে। কিন্তু এপ্রিল মাসের চিত্র বদলে যাচ্ছে। এ মাসে মুক্তি পাচ্ছে ছয়টি ছবি। এর আগে অবশ্য আটটি ছবি মুক্তির জন্য চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত পিছিয়ে গেছে দুটি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন আগামী মাসে ছয়টি ছবি মুক্তি পেতে যাওয়ায় চলচ্চিত্র জগতে স্বস্তি ফিরেছে। তাই এপ্রিল মাসে এপ্রিল ফুল নয়, চলচ্চিত্রের জন্য আশার ফুলের প্রত্যাশা সবার। জানুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মুক্তি পেয়েছে মাত্র ১৩টি ছবি। সে তুলনায় আগামী মাসে ছয়টি ছবি মুক্তি পাওয়া মানে সংখ্যার দিক দিয়ে পরিস্থিতির উন্নতি হওয়া।
৩ এপ্রিল মুক্তি পাচ্ছে সুমন ওয়াজেদ পরিচালিত ও পরীমনি, অমৃতা, শাহরাজ অভিনীত 'পাগলা দিওয়ানা'। ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত বাপ্পী, অাঁচল অভিনীত 'গুণ্ডা' ও শিহাব শাহীন পরিচালিত আরিফিন শুভ ও জাকিয়া বারী মম অভিনীত 'ছুঁয়ে দিলে মন'। ১৭ এপ্রিল কাজল কুমার পরিচালিত নতুন মুখ জয়া ও মাহিয়ান অভিনীত 'অবাস্তব ভালোবাসা' এবং ২৪ এপ্রিল নজরুল ইসলাম পরিচালিত মিষ্টি জান্নাত অভিনীত 'চিনি বিবি' ও রাজকুমার হিরাণী নির্মিত আমির খান ও কারিনা কাপুর অভিনীত ভারতের হিন্দি ছবি 'থ্রি ইডিয়টস'।
এর আগে অবশ্য ১৭ এপ্রিল আরও দুটি ছবি মুক্তির কথা ছিল। এগুলো হলো- 'অচেনা হৃদয়' ও 'আসবো না ফিরে'। প্রযোজক সমিতিতে ছবি দুটি মুক্তির জন্য এন্ট্রি করলেও শেষ পর্যন্ত নির্মাতা সমিতিকে জানিয়েছে ওই তারিখে এসব ছবি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া ওই তারিখে আরও একটি ছবি 'লাভার নম্বর ওয়ান' মুক্তির জন্য আবেদন করা হয়েছিল। শেষ পর্যন্ত এ ছবিটিও ওই দিন মুক্তি পাচ্ছে না।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন বলেন, ২০১০ সালের পর থেকে ছবি মুক্তির সংখ্যা কমতে থাকে। তবে গত বছর ছবি মুক্তির পরিমাণ কিছুটা বাড়লেও এ বছরের প্রথম তিন মাসে মুক্তির সংখ্যা হতাশাজনক। এ সময়ে মাত্র ১৩টি ছবি মুক্তি পেয়েছে এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দর্শক সিনেমা হলে যেতে না পারায় ছবিগুলো ব্যবসায়িক মন্দার কবলে পড়েছে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় এপ্রিলে মুক্তি পাচ্ছে ছয়টি ছবি। মানে গত তিন মাসের অর্ধেক ছবি আসছে এক মাাসেই। ছবিগুলো ব্যবসায়িক সফলতা পাবে বলেই প্রত্যাশা সবার।