বৈশাখ উপলক্ষে দুটি গান অনলাইনে প্রকাশ করতে যাচ্ছেন অর্থহীন ব্যান্ডের সুমন। এগুলোর শিরোনাম- 'এপিটাফ-২০১৫' ও 'বৃষ্টি কেন'। তার সঙ্গে দুটি গান গেয়েছেন নবীন শিল্পী জুহি। আর চলতি বছরের ডিসেম্বরে রিলিজ হবে অর্থহীনের নতুন অ্যালবাম, এমনটাই জানালেন সুমন। তিনি বলেন, 'একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও আমার ফেসবুক ওয়ালে একজন ট্যাগ করেছিলেন। দেখি একটি মেয়ে অর্থহীনের গান গাইছে। আমি বেশ অবাক হই। পরে খোঁজ নিয়ে মেয়েটিকে বের করে বলেছিলাম নতুন এ দুটি গান গাইতে। অসাধারণ গেয়েছে মেয়েটি।'
সুমন জানান, 'এপিটাফ-২০১৫' গানটির ভিডিও এ সময়ই প্রকাশ করা হবে। আর 'বৃষ্টি কেন' গানের ভিডিও পরে ছাড়া হবে।