বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর পুরনো একটি গান নতুনভাবে প্রকাশ করছেন তার মেয়ে আলিফ আলাউদ্দীন। নতুন সংস্করণে গানটি তার পরবর্তী অ্যালবামেও রাখছেন আলিফ। ইতিমধ্যে এটি নতুন সংগীতায়োজনে রেকর্ড করা হয়েছে।
আলিফ বলেন, 'গানের নামটি পরে সবাইকে জানাব। আমার প্রথম এবং দ্বিতীয় একক অ্যালবামেও বাবার গান গেয়েছিলাম। আর বৈশাখেই শ্রোতারা গানটি শুনতে পাবে। সে সময় গানটি অনলাইনে প্রকাশ হবে। অ্যালবামের বাকি গানগুলো নিয়ে তিনি বলেন, ইতিমধ্যে নতুন এ অ্যালবামের জন্য বেশ কিছু গানের রেকর্ডিং শেষ হয়েছে। মৌলিক গানের পাশাপাশি এ অ্যালবামে একটি লোকগানও রাখা হবে। এতে ৯টি গান থাকছে। এর মধ্যে দুটি দ্বৈত গান। অ্যালবামের মৌলিক গানগুলো লিখেছেন শিল্পী নিজেই। এগুলো সুর ও সংগীত করছেন কাজী ফয়সাল আহমেদ, জাহিন এবং মার্কসহ অনেকে। এটি আলিফের চতুর্থ একক অ্যালবাম।