বছরের শুরুটা একেবারেই মনঃপুত হয়নি বলিউড তারকা সোনাক্ষি সিনহার। এ কারণে পরবর্তী ছবি 'আকিরা'র জন্য আটঘাট বেঁধে নেমেছেন তিনি। অ্যাকশন ঘরানার এ ছবির প্রস্তুতি নিতে গিয়ে শরীর থেকে ঘামও ঝরাচ্ছেন সোনাক্ষি। 'আকিরা' তামিল ছবি 'মউনাগুরু'র হিন্দি রিমেক। ছবির কাহিনী এগিয়ে যাবে নারী সুরক্ষাকে মাথায় রেখে। নারীকেন্দ্রিক এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সোনাক্ষি সিনহা। এতে বেশকিছু অ্যাকশন দৃশ্যের পাশাপাশি কিছু স্টার্ন করতেও দেখা যাবে তাকে। এ কারণে সোনাক্ষির অধিকাংশ সময় কাটছে শরীরচর্চা কেন্দ্রে। সম্প্রতি তেমনই কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
এদিকে নতুন খবর হলো, এ ছবিতে সোনাক্ষির বাবা শত্রুঘ্ন সিনহাও অভিনয় করবেন। বাস্তব জীবনের মতো ছবিতেও তাকে সোনাক্ষির বাবা চরিত্রে দেখা যাবে।