জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএফপিএ কার্যক্রমে যুক্ত হলেন অভিনেত্রী মৌসুমী। বিশ্বব্যাপী তারকাদের নিয়ে সমাজের মানুষের কল্যাণের জন্য সচেতনতামূলক কাজ করে যাচ্ছে সংস্থাটি। কর্মজীবী মা'সহ মায়েদের সচেতনতা গড়ে তুলতে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানোর পক্ষে এ পর্যন্ত পিএসএম (পাবলিক সার্ভিস মেসেজ)-এ কথা বলেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি, মুম্বাইয়ের কাজল ও টুইংকেল খান্না। বাংলাদেশ থেকে মায়ের শাল দুধ খাওয়ানোর বিষয়ে 'পিএসএম'-এ কথা বলেছেন মৌসুমী। তার বক্তব্যের ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন 'ক্রিয়েটিভ মিডিয়ার' ব্যানারে এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী লুসি তৃপ্তি গমেজ। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই বিটিভিসহ দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচার শুরু হবে।