নাঈম ও বিদ্যা সিন্হা সাহা মিমকে এবার দেখা যাবে একটি বিজ্ঞাপনে। মাহমুদ পরিচালিত একটি ফ্রিজের বিজ্ঞাপনে তারা দুজন জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। নবদম্পতির জীবনের নানান খুনসুঁটির মধ্য দিয়ে বিজ্ঞাপনটির গল্প উপস্থাপিত হবে। নাঈম বলেন, 'আমি এখন পর্যন্ত যতগুলো বিজ্ঞাপনে কাজ করেছি সবগুলো বিজ্ঞাপনেই কোনো না কোনো গল্প থাকে। এই ফ্রিজের বিজ্ঞাপনেও একটি গল্প আছে। আশা করি ভালো লাগবে দর্শকের।' মিম বলেন, 'নাঈমের সঙ্গে এর আগে বেশকিছু নাটকে কাজ করেছি। সেগুলো দর্শকের কাছে ভালো লেগেছিল। আশা করছি আমাদের প্রথম বিজ্ঞাপনটিও দর্শকের ভালো লাগবে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন চ্যানেলে এটি প্রচার হবে।