নিজের নির্মিতব্য চলচ্চিত্রের নাম ঘোষণা করলেন অমিতাভ রেজা। তার পরিচালিত প্রথম ছবির নাম রাখা হয়েছে 'আয়নাবাজি'। এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান ও গাউসল আলম শাওনসহ অনেকে।
কাহিনী ও ভাবনা গাউসুল আলম শাওন। চিত্রনাট্যে অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। সংলাপে অনম বিশ্বাস ও আদনান আদীব খান। গল্পে দেখা যাবে- এই শহরের ভিতরে আরও একটা শহর আছে, যার গল্প এখন আমরা আর শুনি না। 'আয়নাবাজি' সেই শহরের গল্প। যে শহরে এখনও সকালে দুধওয়ালা আসে, ফেরিওয়ালারা হাকডাক দেয়, বাচ্চারা দল বেধে নাটক শিখতে যায়। আয়না সে শহরের বাসিন্দা।