সফল চলচ্চিত্রকার, সমাজসেবক, ব্যবসায়ীসহ নানা পরিচয়ে উদ্ভাসিত এম এ জলিল অনন্ত। চলচ্চিত্রনির্মাতা ও অভিনেতা হিসেবে দর্শক ইতিমধ্যে তার মুন্সিয়ানা দেখেছে এবং সাদরে গ্রহণ করেছে। বিদেশে দেশি চলচ্চিত্রের বাজারও তৈরি করেছেন। ব্যবসায়ী হিসেবে স্বল্প সময়ের সাফল্যে সরকার চারবার সিআইপি মর্যাদায় ভূষিত করেছে তাকে। একবার জাতীয় রপ্তানি ট্রফিও লাভ করেছেন। সমাজসেবক হিসেবে অনবরত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কৃতিত্বও দেখিয়েছেন তিনি। গড়ে তুলেছেন চারটি এতিমখানা। নির্মাণ করছেন বৃদ্ধাশ্রম। চলচ্চিত্রকারদের কথায় দেশীয় চলচ্চিত্রে অনন্তর মতো এত মানবিক গুণ এবং সফলতা আর কারও ভাগ্যে জুটেনি। চলচ্চিত্রকে ঘিরে অনন্তর পরিকল্পনায় রয়েছে সিনেপ্লেক্স ও স্টুডিও নির্মাণ। অনন্তই একমাত্র চলচ্চিত্রকার যাকে সেনাবাহিনীর গৌরবগাথা ইতিহাস তুলে ধরে চলচ্চিত্র নির্মাণের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অচিরেই নির্মাণ করবেন তিনি 'সৈনিক' নামের এই চলচ্চিত্রটি। একইসঙ্গে 'দ্য স্পাই' শিরোনামের আরেকটি চলচ্চিত্রের নির্মাণকাজও শুরু করছেন জনপ্রিয় ব্যক্তিত্ব অনন্ত জলিল। যার এত গুণ এত অর্জন তার সম্পর্কে দেশের মানুষের জানার আগ্রহ ক্রমেই বাড়ছে। তাই সবার অনুরোধে তিনি চালু করেছেন একটি ওয়েবসাইট ও ভ্যারিফাই করেছেন ফেসবুক পেজ। ফেসবুক পেজ আইডি হলো Ananta Cip। আর ওয়েবসাইট হলোwww.anantajalil.co। এর মাধ্যমে অনন্ত সম্পর্কে লেটেস্ট, আপকামিং তথ্য জানা ও ফেসবুক, টুইটার, লিংকড ইন, গুগুল প্লাস এবং ইউটিউব একাউন্টে যুক্ত হওয়া যাবে।