দীর্ঘ ১৩ বছর আগে নিজের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে দায়ের করা 'হিট অ্যান্ড রান মামলা' নতুন মোড় নিয়েছে।
সোমবার মুম্বই হাইকোর্টে নিজের দেওয়া আগের সাক্ষ্য প্রায় ১৮০ ডিগ্রি পাল্টে একেবারে নতুন তথ্য দিলেন সালমান খানের গাড়ি চালক।
তিনি বলেন, “ঘটনার দিন সালমান খান গাড়ি চালাচ্ছিলেন না। গাড়িটি আমিই চালাচ্ছিলাম।” এর পরেই শোরগোল পড়ে আদালতকক্ষে। তৎক্ষণাৎ সরকারি আইনজীবী গাড়ির চালককে প্রশ্ন করেন, “তাহলে আগে অন্য কথা বলেছিলেন কেন?” তবে এই প্রশ্নের উত্তর দেননি ওই গাড়ির চালক।
এরআগে, ২৭ মার্চ মুম্বই আদালতে উপস্থিত হয়ে সালমান খান বলেন, “আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। আমার নামে ভুয়া সাক্ষ্য দেওয়া হচ্ছে।''
যদিও আদালতে সাক্ষীদের অনেকেই প্রায় একবাক্যে বলেন, সালমান গাড়ি থেকে ড্রাইভারের দিকের দরজা দিয়েই বেরিয়েছিলেন। পরে এ ব্যাপারে এজলাসে জিজ্ঞাসা করা হলে সালমান বলেন, “আমার গাড়ির বাঁদিকের দরজা জ্যাম হয়ে যায়। তাই আমি ড্রাইভারের দরজা দিয়ে বের হই।”
এর আগে এই বিষয়ে সালমান খানের মৃত দেহরক্ষী রবীন্দ্র পাটিলের নিম্ন আদালতে দেওয়া সাক্ষ্য উচ্চতর আদালতের শুনানিতেও গ্রাহ্য করার নির্দেশ দিয়েছিলেন মুম্বই হাইকোর্টের বিচারপতি। যেখানে ওই দেহরক্ষী বলেন, “ঘটনার দিন আমি সালমান খানের পাশের আসনেই বসেছিলাম। উনি ঘোরতর মদ্যপ অবস্থায় ছিলেন। বার বার বলা সত্ত্বেও উনি রাফ ড্রাইভিং করছিলেন। এর পরেই দুর্ঘটনাটি ঘটে।” যদিও সালমান খান অস্বীকার করেছেন তার মৃত দেহরক্ষীর বয়ানও।
প্রসঙ্গত, সালমান যে সেদিন মদ্যপ ছিলেন, সে কথা মেডিকেল রিপোর্টেও বলা হয়েছে। আগামী পয়লা এপ্রিল থেকে চূড়ান্ত পর্যায়ের বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছে মুম্বই হাইকোর্ট।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ, ২০১৫/মাহবুব