গত বছর একটি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশ করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। এবার সেই অ্যালবামের 'আপনার চেয়ে আপন যে জন' শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। নতুন করে গানটির সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার। সামনে নজরুল জন্মজয়ন্তীতে গানটির মিউজিক ভিডিও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।
গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, 'অনেক দিন ধরে মিউজিক ভিডিওটির কাজ চলছিল। অবশেষে কাজটি শেষ হলো। আসলে আমি চেষ্টা করেছি ভালো একটা কিছু শ্রোতাদের উপহার দিতে।'
এখন গান শুধু শোনার বিষয় নয়, দেখারও বিষয়- এমনটাই মনে করেন বেশির ভাগ শিল্পী। তাই মিউজিক ভিডিওর দিকে ঝুঁকছেন সবাই। ফাহমিদাও কি তাই? তিনি বললেন, 'না। তবে মিউজিক ভিডিও বিষয়টি পছন্দ করি আমি। মানুষ নিজের জগতে নিজের মতো করে গান শুনতে ভালোবাসে। আবার টিভিতে গান দেখতেও অনেকে ভালোবাসে। সবার জন্যই ভাবতে হচ্ছে এখন।'