জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ প্রদান করা হবে ৪ এপ্রিল। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে থাকছে ৪৫ মিনিটের সাংস্কৃতিক পর্ব। এটি উপস্থাপনা করবেন মেহের আফরোজ শাওন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠানটি তত্ত্বাবধান করবেন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। এতে পারফর্ম করবেন চলচ্চিত্রশিল্পীরা। তা ছাড়া সিনিয়র ও এ প্রজন্মের সংগীতশিল্পীদের পরিবেশনা থাকবে। উপস্থাপনায় শাওনের সঙ্গে থাকছেন অভিনেতা জাহিদ হাসান। প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের রচনায় এবারের পহেলা বৈশাখের জন্য একটি খণ্ডনাটক নির্মাণ করছেন শাওন। নাম 'এই বৈশাখে'। এ নাটকে অভিনয় করছেন মুনমুন আহমেদ, কাজী আসিফ ও মিম। এ প্রসঙ্গে শাওন বলেন, 'বৈশাখকে ঘিরেই এ নাটকের কাহিনী। এতে আমি কিছু তরুণ অভিনেতা-অভিনেত্রী নিয়ে কাজ করেছি। নাটকের গল্পের সঙ্গে মিল রেখে আমরা চরিত্রগুলো সাজানোর চেষ্ট করেছি। নাটকটি একটু ব্যতিক্রমী হবে বলে আশা করি।'