তিশার জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন লামিয়া মিমো। পেশায় মিমো একজন পতিতা। মানে সমাজের চোখে মন্দ মেয়ে। এ মন্দ মেয়েই একসময় সেক্রিফাইসিং চরিত্রে অবতীর্ণ হয়। এভাবেই মিমোকে দেখা যাবে ঈদের টেলিফিল্ম 'কালাগুল'-এ। এটি নির্মাণ করছেন সুমন আনোয়ার। এ ছাড়া ঈদের আরও বেশ কটি নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন মিমো। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো কবিতা ও জীবন [সহশিল্পী অপূর্ব], ভালোবাসি হারিয়ে যেতে [সহশিল্পী কল্যাণ] এবং এখনও বসন্ত [সহশিল্পী সাবি্বর]। এ ছাড়া আরও অর্ধডজন নাটকে কাজ শুরু করবেন মিমো। এর মধ্যে একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে ৫ এপ্রিল জার্মানি যাবেন তিনি। টেলিফিল্ম, নাটক ছাড়াও দুটি ছবির কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। এগুলো হলো মিনহাজ কিবরিয়ার 'শতরূপে শতবার' এবং আরাফাত জুয়েলের 'মুখোশ মানুষ'। মিমো বলেন, 'অভিনয়ের স্বপ্ন নিয়ে মিডিয়ায় এসেছি। নিজের স্বপ্ন ও দর্শকের প্রত্যাশা পূরণ করতে চাই।'