ডিটেকটিভ ব্যোমকেশ বকশীকে নিয়ে টলিউড এবং বলিউডে ব্যাপক উৎসাহ। তবে নতুন ব্যোমকেশকে দেখার পাশাপাশি টলিউড মুখিয়ে আছে অঙ্গুরী দেবীকে দেখতেও। এ ছবিতে অঙ্গুরী দেবী হিসেবে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। আর তাকে সাজিয়ে তুলেছেন ডিজাইনার মনীশ মালহোত্রা। সেই উত্তমকুমারের পর আবির চট্টোপাধ্যায় থেকে ধৃতিমান চট্টোপাধ্যায় পর্যন্ত নানা অভিনেতার হাত ধরে শরদিন্দুর ব্যোমকেশকে দেখেছে বাঙালি দর্শক। তবে বলিউডের ব্যোমকেশ কেমন হয় তা দেখতে আগ্রহী সারা ভারতের সিনেমাপ্রেমীই। একজন বাঙালি পরিচালকের হাতে বাংলা ভাষার বাইরে ব্যোমকেশের কাহিনী কেমন রূপ পায় তার অপেক্ষায় সত্যান্বেষীর ভক্তরা। এর আগেও 'ভূতের ভবিষ্যৎ' ছবিতে রেট্রো লুকে দেখা গিয়েছিল তাকে। কদলীবালা স্বস্তিকাকে দেখে বাঙালি দর্শক মুগ্ধ হয়েছিলেন। পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ডিটেকটিভ ব্যোমকেশ বকশীও পিরিয়ড ফিল্ম। সেখানে স্বস্তিকাকে দেখা যাবে রেট্রো লুকেই। আর স্বস্তিকা নিজেই খুব উচ্ছ্বসিত ছবিটি নিয়ে। তিনি বলেন, 'আমি বাজি ধরে বলতে পারি, এবার ফাটিয়ে দেবে হিন্দি ব্যোমকেশ। আর কিছু বলতে চাই না। কথা হবে পর্দায় আলো পড়ার পর। আমি নিজেই অপেক্ষায় আছি।'