চলতি বছরের শুরু থেকেই দেশীয় চলচ্চিত্র বাজারে চলছে মন্দাভাব। রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন ছবির মুক্তি কমে গেছে। দর্শকও হলে যাচ্ছে না। কিন্তু এপ্রিল থেকেই বাজার আবার চাঙ্গা হবে বলে ধারণা চলচ্চিত্রসংশ্লিষ্টদের। এ মাসেই মুক্তি পাচ্ছে ছয়টি ছবি। তবে এর মধ্যে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে 'ছুঁয়ে দিলে মন' ছবিটি। শিহাব শাহীন পরিচালিত এ ছবিটি নিয়ে দর্শক আগ্রহ সবচেয়ে বেশি। অনেক দিন ধরেই তারা অপেক্ষা করছেন ছবিটি দেখার জন্য। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ও ইউটিউবে 'ছুঁয়ে দিলে মন' নিয়ে দর্শকের উচ্ছ্বাস ব্যাপক। ছবির ট্রেইলার, ট্রিজার ও গান দেখে সবাই মুগ্ধতা প্রকাশ করছেন। একই সঙ্গে ছবিটি দেখারও ইচ্ছা প্রকাশ করছেন তারা। দর্শকের মধ্যে আগ্রহের মূল বিষয় লক্ষ্য করা গেছে নির্মাতা শিহাব শাহীন, নতুন জুটি শুভ-মম এবং নির্মাণশৈলীর কারণে।
ফেসবুক-ইউটিউব ছাড়াও চলচ্চিত্রের বাণিজ্যিক পাড়া হিসেবে খ্যাত কাকরাইলেও 'ছুঁয়ে দিলে মন' নিয়ে উচ্ছ্বাস রয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্টরা মনে করছেন, ছবিটি দেখার মতো হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবিটি। আশা করা হচ্ছে, দর্শকের উৎসব আমেজ আরও বাড়িয়ে দেবে ছবিটি। কারণ, উৎসব আমেজ বাড়িয়ে দেওয়ার মতো সব ধরনের মসলাই আছে ছবির মধ্যে। ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে 'ছুঁয়ে দিলে মন'। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রচার। দর্শকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে ছবির পুরো টিম। সর্বোচ্চসংখ্যক দর্শকের নজরে আসতে চান তারা। ঢাকা শহরজুড়ে আগামীকাল থেকে উঠে যাচ্ছে বিলবোর্ড, টিভিতে চলছে বিজ্ঞাপন, পত্রিকায়ও শিগগিরিই ছাপা হবে বিজ্ঞাপন। সব মিলিয়ে সাজ সাজ রব। চলচ্চিত্র প্রচারের এ রীতি ছিল একসময়, এখন আর নেই। কিন্তু 'ছুঁয়ে দিলে মন' সেই সময়টা মনে করিয়ে দিচ্ছে আবার। এদিকে এরই মাঝে ৬০টি প্রেক্ষাগৃহ বুক্ড হয়ে গেছে। মুক্তির আগে বাড়বে প্রেক্ষাগৃহের সংখ্যা। সব মিলিয়ে শিহাব শাহীন বলেন, 'আমাদের দর্শক ছবি দেখতে চান। কিন্তু তারা ভালো ছবি পান না। আমরা চেষ্টা করেছি পরিবার নিয়ে দেখার মতো সুন্দর একটি ছবি উপহার দিতে। আশা করি পেরেছি। বাকিটা দর্শক বিচার করবেন।'