উত্তর আমেরিকার বক্স অফিসে ঝড় তুলেছে নতুন এনিমেশন ফিল্ম ‘হোম’। গত শুক্রবার মুক্তি পেয়ে প্রথম সপ্তাহেই আয় করেছে সাড়ে পাঁচ কোটি ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে ১০ কোটি ডলারের বেশি। টিম জনসন পরিচালিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ড্রিমওয়ার্কস এনিমেশন।
ফ্যামিলি ফিল্ম হওয়ায় ‘হোম’ এর প্রতি দর্শকদের আকর্ষণ বেশি। মৌলিক চলচ্চিত্র হিসেবেও এটি ড্রিমওয়ার্কসের অন্যতম চলচ্চিত্রের তালিকায় ঠাঁই করে নিয়েছে। এর আগে ২০১২ সালে ড্রিমওয়ার্কস নির্মিত ‘মাদাগাস্কার ৩ : ইউরোপস মোস্ট ওয়ান্টেড’ প্রথম তিনদিনে ৬ কোটি ডলারেরও বেশি আয় করে। চলচ্চিত্রটির পরিবেশক ফক্সের ডমেস্টিক ডিস্ট্রিবিউশন চিফ জানান, এ সাফল্যের সমস্ত কৃতিত্বই এর কাহিনীর। হৃদয়ছোঁয়া মৌলিক গল্পে আছে এ্যাকশন ও হিউমার। এসবকিছুই দর্শক বিনোদন হিসেবে চায়।
বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে উইল ফেরেল ও কেভিন হার্ট অভিনীত আর-রেটেড প্রিজন কমেডি ‘গেট হার্ড’। তৃতীয় অবস্থানে আছে আগের সপ্তাহে ঝড় তোলা ‘ইনসার্জেন্ট’। গত দুই সপ্তাহে এটি আয় করেছে সাড়ে ৮ কোটি ডলারের বেশি। চর্তুথ অবস্থানে থাকা ডিজনির ‘সিন্ডারেলা’ পকেটে পুরেছে ১৫ কোটি ডলার। পঞ্চম অবস্থানে আছে ভাল রিভিউ পাওয়া হরর মুভি ‘ইট ফলোস’। ১৩ মার্চ মুক্তি পাওয়া চলচ্চিত্র ৫০ লাখ ডলারের মতো আয় করেছে। এ ছাড়া ষষ্ট অবস্থানে রয়েছে ‘কিংসম্যান : দ্য সিক্রেট সার্ভিস’। এ পর্যন্ত চলচ্চিত্রটির আয় ১২ কোটি ডলারের কাছাকাছি। এদিকে ধারণা করা হচ্ছে, ‘হোম’ এর সাফল্য দিয়ে স্টুডিওটি ‘টার্বো’ ও ‘মি. পিবডি’ এর মতো ফ্লপ চলচ্চিত্রের ধকল সামলানো যাবে। ‘হোম’ এর নির্মাণ ব্যয় ১৩ কোটি ডলার।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৫/ রোকেয়া।