হাজার মনে সেলেবদের বাস। অনেকেই ভাবতে চান নিজেকে তারকাদের সঙ্গী বা সঙ্গিনী হিসাবে। সেলেব্রিটিদের কাছের মানুষ হাওয়ায় খ্যাতি যেমন আছে তেমনি এর যন্ত্রনাও কম নয়। এই কথাটাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন মীরা রাজপুত। মিডিয়া ও শহিদ ফ্যানদের মাঝে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন তিনি।
সম্প্রতি জানা গেছে, দিল্লির কলেজ গার্ল মীরাকে বিয়ে করতে চলেছেন বলিউডের হার্টথ্রব শহিদ কাপুর। আর এই খবর জানাজানি হতেই হৈচৈ পড়ে গেছে বলিমহলে। শহিদের নারী ভক্তরা তো রীতিমতো বিরক্ত মীরার ওপর। বিয়ের খবরে সাধারণ মেয়ে মীরা রাতারাতি চলে এসেছেন লাইমলাইটে। যেখানেই তিনি যাচ্ছেন হতে হচ্ছে হাজার প্রশ্নের সম্মুখীন। আর তাতেই অস্বস্তিতে পড়ছেন মীরা ও তার পরিবার। ঘনিষ্ঠ সূত্রের খবর, অতি সাধারণ পরিবারের মেয়ে মীরা। শহিদ কাপুরের সঙ্গে বিয়ের খবরে দিনরাত মিডিয়ার আনাগোনা। নানা প্রশ্ন। কিছু প্রশ্ন চরম বিব্রতকরও। এতে মীরা ও তার পরিবার চরম বিরক্ত।
ধর্মীয় সংগঠন রাধাস্বামী সৎসঙ্গ বিলাসে আলাপ হয়েছিল শহিদ-মীরার। শহিদ ও তার বাবা দুজনেই এই সংগঠনটির একনিষ্ঠ ভক্ত। মীরা দিল্লির বাসিন্দা। দিল্লির এলএসআর কলেজের স্নাতক স্তরে ইংরেজী নিয়ে পড়াশোনা করছেন তিনি। এর আগে বসন্ত ভ্যালি স্কুলে পড়েছেন তিনি। খবর অনুযায়ী চলতি বছরের শেষে বিয়ে করতে চলেছেন শহিদ-মীরা।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ ২০১৫/ এস আহমেদ