নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানের ওপর। তিনি আর কোনো নতুন ছবিতে কাজ করতে বা চুক্তিবদ্ধ হতে পারবেন না! সম্প্রতি আদালত থেকে নোটিস দিয়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে পারবেন না। জানা গেছে, সম্প্রতি শ্রুতি অভিনয় করছিলেন ভামসি পেইডিপল্লী পরিচালিত 'নাগারজুনা' ও 'কার্থি' চলচ্চিত্রে।
এই ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান পিকচার হাউসের সঙ্গে শ্রুতি চুক্তিবদ্ধ হয়েছিলেন। পিকচার হাউসের নির্মাণাধীন চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল বেশ কিছু দিন আগে। প্রথম দফার শুটিংও শেষ হয়েছিল। কিন্তু প্রথম দফা শুটিং শেষ হবার পর আচমকাই শ্রুতি একটি ইমেইলের মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানকে জানান, তিনি আর কাজটি করবেন না। আর এই ঘটনায় শ্রুতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পিকচার হাউস।
মামলার আবেদনে বলা হয়েছে শ্রুতির অপেশাদারি আচরণ অর্থ, সময় ও সম্মানের দিক থেকে বড় ক্ষতির মুখে ফেলেছে পিকচার হাউসকে। তা ছাড়া শ্রুতি চুক্তিভঙ্গও করেছেন।
আর এই ঘটনার প্রেক্ষিতে পিকচার হাউসের দায়ের করা মামলায় আদালত শ্রুতির বিরুদ্ধে আইনি নোটিস জারির পাশাপাশি নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ ২০১৫/ এস আহমেদ