পর্ণোতারকা থেকে বলিউডের অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনি তার মুক্তি প্রতীক্ষিত মুভি 'এক পেহেলি লীলা'র প্রচারের রবিবার সূরাট গিয়েছিলেন। ভেবেছিলেন সেখানে আরামেই নিজেকে ও নতুন মুভিকে মানুষের কাছে উপস্থাপন করবেন। কিন্তু সবকিছু পরিকল্পনামাফিক হয়ে উঠেনি। সেখানকার এক বাসিন্দা সানির বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। খবর মিড-ডের
সানির এক ঘনিষ্ঠ সূত্রের সংবাদমাধ্যমটি জানায়, পরিকল্পনামাফিক 'এক পাহেলি লীলার প্রচারণামূলক অনুষ্ঠান হবে ডায়মন্ড হাবে। তবে শেষ মুহূর্তে অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন করা হয়। সানির সঙ্গে তার স্বামী ডেনিয়েল ওয়েবার, সহ-তারকা জে ভানুশালী ও পরিচালক ববি খান উপস্থিত ছিলেন। সানি মুম্বাই থেকে বিমানে বারোদায় যান। সেখান থেকে গাড়িতে সুরাট পৌঁছেন।
সুরাটের ওই বাসিন্দার অভিযোগ, ভিন্ন অভিপ্রায়ে সুরাটে এসেছেন সানি। অনুষ্ঠানে দর্শক উপস্থিতি বাড়াতে তিনি ইচ্ছে করেই তার টপলেস ছবি বিতরণ করেছেন। তার ভাষয় যা নৈতিক ও সামাজিকভাবে অপরাধের সামিল। গত এপ্রিলে এক ব্যক্তিগত অনুষ্ঠানেও নিজের টপলেস ছবি বিতরণ করেছিলেন এই অভিনেত্রী ।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ ২০১৫/শরীফ