শুরু হতে চলেছে 'নাচ বালিয়ে সিজন-৭'। কিন্তু তার আগে খোঁজ চলছে বিচারকদের। চারজন বিচারক থাকবেন প্যানেলে। এরই মধ্যে লেখক চেতন ভগত, অভিনেত্রী প্রীতি জিনতা এবং কোরিওগ্রাফার মারজি চূড়ান্ত হয়েছেন। তাহলে চতুর্থজন কে? চারদিকে গুঞ্জন, চতুর্থ বিচারক হচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। প্রযোজক একতা কাপুর জোর দিয়েই বলেছেন, তিনি কারিনাকে বিচারক হিসেবে চাচ্ছেন। 'নাচ বালিয়ে'র বিচারকের জন্য কারিনাকে প্রস্তাবও দিয়েছেন তিনি। কিন্তু বেবো এই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর, 'কারিনা আন্তরিকভাবেই ভাবছেন প্রস্তাবটি। ব্যাটে-বলে মিলে গেলে বিচারক হিসেবে তাকে দেখা যেতেই পারে'।
তবে এবারের 'নাচ বালিয়ে'র বিচারকদের নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছে বিতর্ক। কারণ তারা কেউই নাচের সঙ্গে যুক্ত নন। সমালোচকরা বলছেন, শুধু বাণিজ্যের জন্যই এমন প্যানেল হয়েছে।