আরফিন রুমির কথা-সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিলেন কর্ণিয়া। এরই মধ্যে গানটির কাজ শেষ করেছেন রুমি। কিছুদিনের মধ্যে 'হিরো' শিরোনামের এই গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু করবেন তিনি। গানটি থাকছে কর্ণিয়ার প্রথম একক অ্যালবামে। তিনি বলেন, 'এর আগে বাংলাদেশ শিরোনামের একটি গানে আমি রুমি ভাইয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছিলাম। বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে এ গানটি করা হয়েছিল। কিন্তু এটি আমার একক অ্যালবামে তার সঙ্গে প্রথম কাজ। রুমি ভাই আমাকে অনেক সাহায্য করেছে গানটি করার ক্ষেত্রে। এ মাসের মধ্যে এই গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু করব। আশা করছি দর্শকদের ভালো লাগবে।'