স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার 'মঞ্জির শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় গতকাল শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো 'স্বাধীনতা সংগ্রাম' শীর্ষক এক গীতিনৃত্যালেখ্য। আজও আয়োজনটি রয়েছে টাঙ্গাইলের ভাসানী হল মিলনায়তনে। আর আয়োজনটিকে সহযোগিতা করছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং ভারতীয় হাইকমিশন। টাঙ্গাইলের আয়োজনে আরও সহযোগিতা করছে ষড়জ-পঞ্চম রাগসংগীত শিক্ষালয় ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
দীর্ঘ সংগ্রাম ও বিদ্রোহের মধ্য দিয়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে দেশভাগের বেদনা হৃদয়ে নিয়ে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান নামের একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। দুটি অংশে বিভক্ত পাকিস্তান-পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। একে অপরের থেকে আলাদা ছিল ভাষায়, সংস্কৃতিতে, ঐতিহ্যে আর চেতনায়। পূর্ব পাকিস্তান শাসন হতো পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী দ্বারা। যারা তাদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ব পাকিস্তানের ভাষা ও সংস্কৃতির ওপর নিপীড়ন শুরু করল। কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ হার মানেনি। এ বিষয়টি নিয়েই তৈরি হয়েছে গীতিনৃত্যালেখ্য 'স্বাধীনতা সংগ্রাম'।