মহেশ ভাটের নতুন ছবির মধ্য দিয়ে প্রত্যাবর্তন ঘটছে তনুশ্রী দত্তের। এরই মধ্যে ছবির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এ ছবিতে ইমরান হাশমির বিপরীতে কাজ করতে দেখা যাবে তনুশ্রীকে। এর আগে সর্বশেষ ২০১০ সালে ভৌতিক ছবি 'রোক'-এ অভিনয় করেছিলেন তিনি। এরপর থেকে দেশ-বিদেশে স্টেজ শো নিয়েই ব্যস্ত হয়ে পড়েন এ অভিনেত্রী। আকাশছোঁয়া সম্মানীর বিনিময়ে এখনো বিভিন্ন স্টেজ শোতে পারফরম করে থাকেন তনুশ্রী। আর এ কারণেই বলিউডের দীর্ঘ একটা বিরতিতে যান তিনি।
'আশিক বানায়া আপনে' ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তনুশ্রীর। সেই ছবিতে ইমরান হাশমির বিপরীতে বিছানার রগরগে সাহসী দৃশ্যে কাজ করে ব্যাপক আলোচনায় চলে আসেন তিনি। তবে মূলধারার অভিনেত্রীদের তালিকায় আসতে পারেননি তিনি। নতুন ছবিতেও তনুশ্রীকে দেখা যাবে ব্যাপক খোলামেলা রূপে।