অর্থহীন ব্যান্ডের প্রধান সুমন ও কণ্ঠশিল্পী আনিলা শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন তাদের দ্বিতীয় একক অ্যালবাম। নাম রাখা হয়েছে 'এখন আমি-২'। আগামী জুলাইয়ের শেষে এটি শ্রোতারা হাতে পাবেন বলে জানালেন সুমন। তিনি বলেন, 'অ্যালবামের কাজ একেবারে শেষের দিকে। সবগুলো গানের রেকর্ডিং শেষ। মাত্র দুই সপ্তাহ সময় দিলে শ্রোতাদের জন্য প্রস্তুত হয়ে যাবে এটি। তাই আশা করছি, জুলাইয়ের শেষেই প্রকাশ করতে পারব।' অ্যালবামে গান রয়েছে ৯টি। এগুলোর সুর ও কথা লিখেছেন সুমন।