বলিউডের এমন কয়েকজন নায়িকার প্রসঙ্গ এখানে উল্লেখ করা হলো যারা বিয়ের আগেই ধারন করেছেন সন্তান।
কঙ্কনা সেনশর্মা: বিয়ের আগের এক পুত্র সন্তানের জন্ম দেন। অভিনেতা রণবীর সোরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে নায়িকা। আর বিয়ের আগেই প্রকাশ্যে জানান, মা হতে চলেছেন তিনি। তবে বর্তমানে আর একসঙ্গে নেই তারা।
শ্রীদেবী: সাতমাসের সন্তান গর্ভে ধারণ করে বিয়ের পিঁড়িতে বসেন। আর এই কথা নিজেই জানিয়েছেন শ্রীদেবী। ১৯৯৬ সালে বনি কাপুরের সঙ্গে বিয়ে হয় এই নায়িকার। বিয়ের কিছু মাস পরে এক কন্যার মা হন তিনি।
অনুষ্কা শঙ্কর: বিয়ের আগে গর্ভবতী হন অনুষ্কা। ব্রিটিশ পরিচালক জো রাইটের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্ক এতটাই আগে গড়ায় যে বিয়ের আগেই সন্তানসম্ভবা হবে পড়েন তিনি।
শারিকা: কমলা হাসআনের সঙ্গে লিভিংয়ে ছিলেন শারিকা। একমাসের শ্রুতিকে গর্ভে ধারন করে বিয়ের পিঁড়িতে বসেন এই নায়িকা।
সেলিনা জেটলি: বিয়ের আগে প্রেমিক পিটার হ্যাগের সন্তান গর্ভে ধারন করেন সেলিনা। তিন মাসের সন্তান গর্ভে নিয়ে ছাদনা তলায় বসেন নায়িকা।
অম্রিতা অরোরা: ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে প্রণয় সম্পর্কে রয়েছেন এই নায়িকা। সম্প্রতি তিনি জানিয়েছেন, মা হতে চলেছেন তিনি। সেই সঙ্গে আরও জানিয়েছেন খুব তাড়াতাড়ি বিয়েও করতে চলেছেন তাঁরা।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন