চুমু আর অন্তরঙ্গতায় অস্বস্তি নেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের। টলিউডের সাহসী অভিনেত্রী হিসেবেও বেশ পরিচিতি রয়েছে তার।
চরিত্রের প্রয়োজন অনুযায়ী যেকোনো দৃশ্যেই সাবলীল স্বস্তিকা। দৃশ্য নিয়ে ভাবতে নারাজ এই অভিনেত্রীর অকপট মন্তব্য, 'আগামী দিনে আরও ছবিতে কাজ করতে চাই। ছোট, বড় অথবা প্রধান চরিত্র হিসেবে কোনটাতেই অভিনয় নিয়ে আমি চিন্তিত নই। আমার পারফরম্যান্সই আমাকে সবচেয়ে বেশি ভাবায়'।
'ভূতের ভবিষ্যৎ'র কদুলিবালা থেকে ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি ছবি, কোনটাতেই খোলামেলায় আপত্তি নেই স্বস্তিকার। ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত দিবাকর ব্যানার্জীর ছবি ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি। এই সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। বিপরীতে অভিনয় করেছেন টলিউডের হার্ট থ্রব এই অভিনেত্রী। সাংবাদিকদের তিনি বলেন, কোন দৃশ্যে চুমু অথবা অন্তরঙ্গতা সাধারণ দৃশ্যের মতোই। আমি একে আলাদা কিছু মনে করি না।
তিনি আরও বলেন, এখন যে ধরণের সিনেমা তৈরি হয়, পরিচালকরা সেখানে অন্তরঙ্গতাকে খুব সাধারণভাবেই দেখিয়ে থাকেন। রামলীলা ছবিতে এরকম অনেক অন্তরঙ্গ মুহূর্ত রয়েছে। খোলামেলা দৃশ্য এখন নতুন কিছু নয়। মানুষ এসব নিয়ে ভাবেও না। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।