শিরোনাম
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
- হানিট্র্যাপে ব্ল্যাকমেইল, ট্রান্সজেন্ডার নারী আটক
- পটুয়াখালীতে মাদক মামলায় চান মিয়ার ৫ বছরের কারাদণ্ড
- বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
- খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানাল আমিরাতের মেয়েরা (ভিডিও)
- ভুটানের লিগে ২৮ গোলের অবিশ্বাস্য জয়ে সাবিনার ৯ ও মনিকার ৭
- সাম্য হত্যায় ক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন ছাত্রদল ও বাম সংগঠনের
- জান্তা বাহিনীর ঘাঁটিতে হামলা, থাইল্যান্ডে পালাল ৪১৪ জন
- সাম্য হত্যার প্রতিবাদে ঢাবি উপাচার্যের পদত্যাগ দাবি জাবি ছাত্রদলের
- মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক নিয়োগ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি : আসিফ নজরুল
- দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তাসহ চারজনকে দুদকে তলব
- রাঙামাটিতে ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত
- গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
- মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
- 'নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে'
- পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল বিসিবি
\\\'দর্শকদের পাগল করে দিব\\\'
অনলাইন প্রতিবেদক:
অনলাইন ভার্সন

"শুক্রবার থেকে দর্শকদের পাগল করে দিওয়ানা বানিয়ে দিব। অভিনয় দিয়ে মাতিয়ে রাখবো গোটা হল। প্রত্যাশা থাকবে এর মাধ্যমে আমার আগমণী আরও একবার পেয়ে পাবেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা"। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে এমনটাই বললেন হালের আলোচিত অভিনেত্রী পরী মণি।
শুক্রবার মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি 'পাগলা দিওয়ানা'। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এ ছবিতে পরী মণির বিপরীতে রয়েছেন শাহ রিয়াজ। এর আগে 'ভালোবাসা সীমাহীন' দিয়ে রূপালি জগতে আবির্ভাব ঘটে পরীর। মূলত, ছবি মুক্তির আগেই নানা সময়ে আলোচনা-সমালোচনা ও তর্কে-বিতর্কে তিনি জড়িয়ে পড়েন। এ কারণেই তার প্রতি প্রত্যাশাটাও ছিল বেশি। ছবি মুক্তির আগে যত দ্রুত আলোচনায় এসেছিলেন মুক্তির পরে ঠিক তত দ্রুতই ক্যারিয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে গেছেন তিনি। এ পর্যন্ত ২৮টি ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন। বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির মিছিলে। এছাড়া কাজ চলছে আরও প্রায় এক ডজন ছবির। 'পাগলা দিওয়ানা'র পর মুক্তি পেতে পারে 'মহুয়া সুন্দরী' ছবিটি। সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্র পাড়ায় এ বছরটি হবে পরীময়।
সাম্প্রতিককালে অপু বিশ্বাস ও মাহির পরে নতুন কোনো অভিনেত্রী প্রযোজক ও পরিচালকদের আস্থাভাজন হতে পারছিলেন না। এরিমাঝে বেশ কয়েকজন নবাগতা আসলেও স্থায়ীভাবে জায়গা করে নিতে পারেননি দর্শকমনে। অথচ ২৮টি ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে চলচ্চিত্রপাড়ায় অনেকটাই আস্থাশীল হয়ে উঠেছেন পরী মণি। তাছাড়া 'ভালোবাসা সীমাহীন' ছবিতে তার অভিনয় যথেষ্ট সাড়া ফেলেছে দর্শকপাড়ায়।
ঢালিউডের সায়মন, বাপ্পী, আরজু, শাহ রিয়াজ, জেফ, জায়েদ খান থেকে শুরু করে শাকিব খানের মতো শীর্ষ নায়কদের বিপরীতে পরী মণি কাজ করে যাচ্ছেন। শাকিবের বিপরীতে 'ধুমকেতু' ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মাঝে এস এ হক অলিকের পরিচালনায় শাকিবের বিপরীতেই চলছে আরও একটি ছবির শ্যুটিং। এছাড়া বিজ্ঞাপনেও তার কদর বেড়েই চলেছে। সম্প্রতি স্যান্ডালিনা সোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসানকে হটিয়ে সেখানে জায়গা করে নিয়েছেন পরী। এক কথায় বলতে গেলে, পরী মণির বৃহস্পতি এখন তুঙ্গে।
অন্যদিকে, সমালোচকরাও মাঝে মাঝে খই ফোটাচ্ছেন পরী মণিকে নিয়ে। প্রশ্ন ছুড়ছেন তার চুক্তিবদ্ধ হওয়া নিয়ে। তিনি ঠিকমতো শিডিউল দিতে পারবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এ বিষয়ে জানতে চাইলে পরী মণি বলেন, পরিচালক ও প্রযোজকরা আমার ওপর ভরসা করেই কোটি কোটি টাকা লগ্নি করছেন। তারা কোনো হুজুগে বা গড্ডালিকায় গা ভাসিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেননি। আমাকে বিশ্বাস করেই লগ্নি করেছন। ইতোমধ্যে 'ভালোবাসা সীমাহীন' ছবিটি এ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ভবিষ্যতেও দর্শকদের প্রত্যাশা ও ভালোবাসা পূরণ করতে পারবেন বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল, ২০১৫/ রশিদা
এই বিভাগের আরও খবর