বচ্চন পরিবারের বধূ অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন দীর্ঘ বিরতির পর সঞ্জয় গুপ্তা পরিচালিত 'জাযবা' মুভির মধ্য দিয়ে ফের বলিউডে ফিরছেন। এটি অবশ্য অনেকটাই পুরনো খবর। একেবারে তাজা খবর হলো মুভিটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তার স্বামী অভিনেতা অভিষেক বচ্চন। ঐশ্বরিয়া এই মুভির মাধ্যমে ফের অভিনয়ে ফিরছেন এতদিন এটা ছিল এর একটি বিশেষত্ব। এবার এর সঙ্গে অভিষেকের অভিনয়টাও যোগ হলো। পরিচালক গুপ্তা নিজেই আজ টুইটার বার্তায় একথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
গুপ্তা টুইটার বার্তায় লিখেন, 'আজ শুটিংয়ে বড় উত্তেজনা ছিল কারণ অভিষেক জাযবাতে তার বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।'
এর আগে ঐশ্বরিয়া-অভিষেক 'গুরু' ও 'রাবণ' নামে দুটি মুভিতে জুটি বেধে অভিনয় করেছেন। 'গুরু' মুভিতে তাদের অভিনয় বেশ প্রশংসা কুড়াতে সক্ষম হলেও মনি রত্মম পরিচালিত 'রাবণ' বক্স অফিসে তেমন সফলতার মুখ দেখেনি। জাযবা'তে তারা কেমন সফলতা পান এর দিকে তাকিয়ে ভক্ত ও দর্শকরা।
'জাযবা' মুভিতে আরো অভিনয় করেছেন ইরফান খান, শাবানা আজমি, অভিমানু সিং ও অতুল কুলকার্নি। চলতি বছরের ৯ অক্টোবর মুভিটি মুক্তি পাবে বলে পরিচালক গুপ্তা ইতোমধ্যে টুইটারের মাধ্যমে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১ এপ্রিল ২০১৫/শরীফ