উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে সম্প্রতি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘মাই বডি, মাই মাইন্ড, মাই চয়েস’ নামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যা সমাজের বিভিন্ন স্তরে প্রশংসিত হলেও সমালোচিত হয়েছে নিজ ইন্ডাস্ট্রিতে। দীপিকার এই ভিডিওর সমালোচনা করছেন স্বয়ং বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। দাবাং গার্লের মতে পোশাক, সাজ, বিয়ে, যৌনতার অনেক উর্দ্ধে নারীদের ক্ষমতায়ন।
ওই ভিডিও প্রসঙ্গে সোনাক্ষি সিনহা বলেছেন, “আমি ভিডিওটা দেখিনি। তবে যতটা শুনেছেন, তাতে তাতে আমার মনে হয়েছে, নারীদের ক্ষমতায়ন নিয়ে দীপিকা বলতে চেয়েছেন। যে বার্তাটা ‘মাই বডি, মাই মাইন্ড, মাই চয়েস’ দিতে চেয়েছে তা নিঃসন্দেহে খুবই ভাল উদ্যোগ, কিন্ত নারীদের ক্ষমতায়ন শুধু যৌনতা, শরীরের মাপ বা বিয়ে করাতে আটকে নেই। আমি মনে করেন, যথেষ্ট বিলাসিতার মধ্যে বড় হলে ক্ষমতায়ন ও তার প্রয়োজনীয়তা বাস্তবে বোঝা সম্ভব নয়। কিন্তু পোশাক, সাজ, বিয়ে, যৌনতার অনেক ঊর্ধ্বে নারীদের ক্ষমতায়ন। নারীদের ক্ষমতা বাড়বে যদি শিক্ষার আলো প্রত্যেকের কাছে সঠিক ভাবে পৌঁছায়, প্রতিটি নারী সম্মানের সঙ্গে অর্থ উপার্জন করতে পারে”।
সোনাক্ষির ভাষায়, “সেই সমস্ত নারী যারা সমাজে বেঁচে থাকার জন্যে প্রতিমুহূর্তে লড়াই করছে, তাদের যদি ক্ষমতায়ন হয়, তাহলেই হবে নারীদের আসল ক্ষমতায়ন”।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৫/মাহবুব